দুর্দিনে (durdine)

দুর্যোগ আসি টানে যবে ফাঁসি

       কর্মে জড়ায় গ্রন্থি,

মন্থর দিন পাথেয়বিহীন

       দীর্ঘ পথের পন্থী;

নির্দয়তম নিন্দার হাস,

         নির্মমতম দৈব,

শূন্যে শূন্যে হতাশ বাতাস

         ফুকারে "নৈব নৈব'--

হঠাৎ তখন কহে মোরে মন,

         "মিথ্যে, এ-সব মিথ্যে,

প্রাণে যদি রয় গান অক্ষয়

         সুর যদি রয় চিত্তে।'

চৌদিক করে যুদ্ধঘোষণ,

         দুর্গম হয় পন্থা,

চিন্তায় করে রক্ত শোষণ

         প্রখর-নখরদন্তা,

নিরানন্দের ঘিরি রহে ঘের,

         নাই জীবনের সঙ্গী,

দৈন্য কুরূপ করে বিদ্রূপ

         ব্যঙ্গের মুখভঙ্গি--

মন বলে, "নাই ভাবনা কিছুই

         মিথ্যে, এ-সব মিথ্যে,

অন্তর-মাঝে চিরধনী তুই

         অন্তবিহীন বিত্তে।'

ভাষাহীন দিন কুয়াশাবিলীন--

         মলিন উষার স্বর্ণ,

কল্পনা যত বাদুড়ের মতো

         রাতে ওড়ে কালো বর্ণ;

আবর্জনার অচলপুঞ্জে

         যাত্রার পথ রুদ্ধ,

রিক্তকুসুম শুষ্ক কুঞ্জে

         বৈশাখ রহে ক্রুদ্ধ--

মন মোরে কয়, "এ কিছুই নয়,

      মিথ্যে, এ সব মিথ্যে,

আপনায় ভুলে গাও প্রাণ খুলে,

      নাচো নিখিলের নৃত্যে।'

বন্ধদুয়ার বিশ্ব বিরাজে,

      নিবেছে ঘরের দীপ্তি,

চির-উপবাসী আপনার মাঝে

      আপনি না পাই তৃপ্তি,

পদে পদে রয় সংশয় ভয়,

      পদে পদে প্রেম ক্ষুণ্ন,

বৃথা আহ্বান, বৃথা অনুনয়,

      সখার আসন শূন্য--

মন বলি উঠে, "ডুবে যা গভীরে,

      মিথ্যে, এ সব মিথ্যে,

নিবিড় ধেয়ানে নিখিল লভি রে

      আপনারি একাকিত্বে।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.