অস্থানে (osthane)

একই লতাবিতান বেয়ে চামেলি আর মধুমঞ্জরী

        দশটি বছর কাটিয়েছে গায়ে গায়ে,

রোজ সকালে সূর্য-আলোর ভোজে

        পাতাগুলি মেলে বলেছে

           "এই তো এসেছি'।

        অধিকারের দ্বন্দ্ব ছিল ডালে ডালে দুই শরিকে,

তবু তাদের প্রাণের আনন্দে

           রেষারেষির দাগ পড়ে নি কিছু।

 

কখন যে কোন্‌ কুলগ্নে ওই

        সংশয়হীন অবোধ চামেলি

কোমল সবুজ ডাল মেলে দিল

        বিজ্‌লিবাতির লোহার তারে তারে,

           বুঝতে পারে নি যে ওরা জাত আলাদা।

শ্রাবণ মাসের অবসানে আকাশকোণে

        সাদা মেঘের গুচ্ছগুলি

    নেমে নেমে পড়েছিল শালের বনে,

সেই সময়ে সোনায় রাঙা স্বচ্ছ সকালে

    চামেলি মেতেছিল অজস্র ফুলের গৌরবে।

কোথাও কিছু বিরোধ ছিল না,

        মৌমাছিদের আনাগোনায়

    উঠত কেঁপে শিউলিতলার ছায়া।

ঘুঘুর ডাকে দুই প্রহরে

        বেলা হত আলস্যে শিথিল।

 

    সেই ভরা শরতের দিনে সূর্য-ডোবার সময়

মেঘে মেঘে লাগল যখন নানা রঙের খেয়াল,

        সেই বেলাতে কখন এল

           বিজ্‌লিবাতির অনুচরের দল।

        চোখ রাঙালো চামেলিটার স্পর্ধা দেখে--

           শুষ্ক শূন্য আধুনিকের রূঢ় প্রয়োজনের 'পরে

নিত্যকালের লীলামধুর নিষ্প্রয়োজন অনধিকার

           হাত বাড়ালো কেন।

    তীক্ষ্ণ কুটিল আঁক্‌শি দিয়ে

           টেনে টেনে ছিনিয়ে ছিঁড়ে নিল

        কচি কচি ডালগুলি সব ফুলে-ভরা।

এত দিনে বুঝল হঠাৎ অবোধ চামেলিটা

        মৃত্যু-আঘাত বক্ষে নিয়ে,

               বিজ্‌লিবাতির তারগুলো ওই জাত আলাদা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.