TIRED OF waiting, you burst your bonds, impatient flowers, before the winter had gone. Glimpses of the unseen comer reached your wayside watch, and you rushed out running and panting, impulsive jasmines, troops of riotous roses. You were the first to march to the breach of death, your clamour of colour and perfume troubled the air. You laughed and pressed and pushed each other, bared your breast and dropped in heaps. The Summer will come in its time, sailing in the floodtide of the south wind. But you never counted slow moments to be sure of him. You recklessly spent your all in the road, in the terrible joy of faith. You heard his footsteps from afar, and flung your mantle of death for him to tread upon. Your bonds break even before the rescuer is seen, you make him your own ere he can come and claim you.
বাউলের সুর আমার নাই-বা হল পারে যাওয়া। যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া। নেই যদি-বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি, আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী বাওয়া। হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে, আমার সারা দিনের এই কি রে কাজ ও পার-পানে কেঁদে চাওয়া। কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা, আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া।