আমি শুধু মালা গাঁথি ছোটো ছোটো ফুলে, সে ফুল শুকায়ে যায় কথায় কথায়, তাই যদি, তাই হোক, দুঃখ নাহি তায়, তুলিব কুসুম আমি অনন্তের কূলে। যারা থাকে অন্ধকারে, পাষাণ-কারায়, আমার এ মালা যদি লহে গলে তুলে, নিমেষের তরে তারা যদি সুখ পায়, নিষ্ঠুর বন্ধন-ব্যথা যদি যায় ভুলে। ক্ষুদ্র ফুল, আপনার সৌরভের সনে নিয়ে আসে স্বাধীনতা, গভীর আশ্বাস-- মনে আনে রবিকর নিমেষ-স্বপনে, মনে আনে সমুদ্রের উদার বাতাসে। ক্ষুদ্র ফুল দেখে যদি কারো পড়ে মনে বৃহৎ জগৎ, আর বৃহৎ আকাশ।
YOUR SPEECH is simple, my Master, but not theirs who talk of you. I understand the voice of your stars and the silence of your trees. I know that my heart would open like a flower; that my life has filled itself at a hidden fountain. Your songs, like birds from the lonely land of snow, are winging to build their nests in my heart against the warmth of its April, and I am content to wait for the merry season.