হে উষা, নিঃশব্দে এসো,
আকাশের তিমিরগুণ্ঠন
করো উন্মোচন।
হে প্রাণ, অন্তরে থেকে
মুকুলের বাহ্য আবরণ
হে চিত্ত, জাগ্রত হও,
জড়ত্বের বাধা নিশ্চেতন
ভেদবুদ্ধি-তামসের
মোহযবনিকা,হে আত্মন্,