১৮৯ (man opoman upekkha kori darao)

মান অপমান উপেক্ষা করি দাঁড়াও,

কণ্টকপথ অকুণ্ঠপদে মাড়াও,

      ছিন্ন পতাকা ধূলি হতে লও তুলি

রুদ্রের হাতে লাভ করো শেষ বর,

আনন্দ হোক দুঃখের সহচর,

      নিঃশেষ ত্যাগে আপনারে যাও ভুলি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.