মোছো তবে অশ্রুজল, চাও হাসিমুখে বিচিত্র এ জগতের সকলের পানে। মানে আর অপমানে সুখে আর দুখে নিখিলের ডেকে লও প্রসন্ন পরানে। কেহ ভালোবাসে কেহ নাহি ভালোবাসে, কেহ দূরে যায় কেহ কাছে চলে আসে, আপনার মাঝে গৃহ পেতে চাও যদি আপনারে ভুলে তবে থাকো নিরবধি। ধনীর সন্তান আমি, নহি গো ভিখারি, হৃদয়ে লুকানো আছে প্রেমের ভাণ্ডার, আমি ইচ্ছা করি যদি বিলাইতে পারি গভীর সুখের উৎস হৃদয় আমার। দুয়ারে দুয়ারে ফিরি মাগি অন্নপান কেন আমি করি তবে আত্ম-অপমান!
III. 89. mor phakirwa mangi jay THE BEGGAR goes a-begging, but I could not even catch sight of Him: And what shall I beg of the Beggar? He gives without my asking. Kabir says: I am His own: now let that befall which may befall!