© Kriya Unlimited, 2010 - 2023
২২. ২. ৪৮
আকাশ নিঠুর, বাতাস নীরস,
কৃপণ মাটির 'পরে
শিকড় হা হা করে--
চারি দিকে ফেটে চৌচির মাঠটা।
ফুলের খবর নিতে এলে
শোনায় নেহাত ঠাট্টা।
দখিন হাওয়া শুধায় যদি
"কেমন আছ' ব'লে,
শুকনো পাতায় খস্খসানি
কেবল জাগিয়ে তোলে।