৯৪ (malati sarabela jharichhe rahi rahi)


মালতী সারাবেলা ঝরিছে রহি রহি

কেন যে বুঝি না তো। হায় রে উদাসিনী,

পথের ধূলিরে কি করিলি অকারণে

মরণসহচারী! অরুণ গগনের

ছিলি তো সোহাগিনী। শ্রাবণবরিষণে

মুখর বনভূমি তোমারই গন্ধের

গর্ব প্রচারিছে সিক্ত সমীরণে

দিশে দিশান্তরে। কী অনাদরে তবে

গোপন বিকশিয়া বাদল-রজনীতে

প্রভাত-আলোকেরে কহিলি, "নহে নহে!'

 

 

  •  
  •  
  •  
  •  
  •