৮৩ (birohi gogon ghoronir kachhe)

       বিরহী গগন ধরণীর কাছে

       পাঠালো লিপিকা। দিকের প্রান্তে

       নামে তাই মেঘ বহিয়া সজল

       বেদনা, বহিয়া তড়িৎচকিত

       ব্যাকুল আকুতি। উৎসুক ধরা

       ধৈর্য হারায়, পারে না লুকাতে

       বুকের কাঁপন পল্লবদলে।

       বকুলকুঞ্জে রচে সে প্রাণের

       মুগ্ধ প্রলাপ-- উল্লাস ভাসে

       চামেলিগন্ধে পূর্বগগনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.