শেষ নাহি যে শেষ কথা কে বলবে। আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে। সাঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি ঢালা, বরফ জমা সারা হলে নদী হয়ে গলবে। ফুরায় যা, তা ফুরায় শুধু চোখে-- অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে।
WHEN THE market is over and they return homewards through the dusk, I sit at the wayside to watch thee plying thy boat, Crossing the dark water with the sunset gleam upon thy sail; I see thy silent figure standing at the helm and suddenly catch thy eyes gazing upon me; I leave my song; and cry to thee to take me across.
IN THE NIGHT when noise is tired the murmur of the sea fills the air. The vagrant desires of the day come back to their rest round the lighted lamp. Love's play is stilled into worship, life's stream touches the deep, and the world of forms comes to its nest in the beauty beyond all forms.