© Kriya Unlimited, 2010 - 2023
১৯. ৪. ৪২
প্রদোষের দেশে
আর ভালো লাগে না গো--
নবীন আলোকে
জাগো, মন, জাগো জাগো।
হারায়ো না মন
চিরস্বপনের লোকে
ছায়া-উপছায়া-
জড়িত মুগ্ধ চোখে--
নবপ্রভাতের
পুণ্যপ্রসাদ মাগো।