যেদিন ফুটল কমল কিছুই জানি নাই আমি ছিলেম অন্যমনে। আমার সাজিয়ে সাজি তারে আনি নাই সে যে রইল সংগোপনে। মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়, স্বপন দেখে চমকে উঠে চায়, মন্দ মধুর গন্ধ আসে হায় কোথায় দখিন-সমীরণে। ওগো সেই সুগন্ধে ফিরায়ে উদাসিয়া আমায় দেশে দেশান্তে যেন সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া ভুবন নবীন বসন্তে। কে জানিত দূরে তো নেই সে, আমারি গো আমারি সেই যে, এ মাধুরী ফুটেছে হায় রে আমার হৃদয়-উপবনে।
II. 37. angadhiya deva O LORD Increate, who will serve Thee? Every votary offers his worship to the God of his own creation: each day he receives service None seek Him, the Perfect: Brahma, the Indivisible Lord. They believe in ten Avatars; but no Avatar can be the Infinite Spirit, for he suffers the results of his deeds: The Supreme One must be other than this. The Yogi, the Sanyasi, the Ascetics, are disputing one with another: Kabir says, 'O brother! he who has seen that radiance of love, he is saved.'