হারে বিধি কী দারুণ অদৃষ্ট আমার যারে যত ভালোবাসি, যার তরে কাঁদে প্রাণ হৃদয়ে আঘাত দেয় সেই বারে বার -- যারে আমি বন্ধু বলি, করিয়াছি আলিঙ্গন সেই এ হৃদয় করিয়াছে চুরমার যারেই বেসেছি ভালো, সেই চিরকাল-তরে পৃথিবীর কাছে দুঃখ পেয়েছে অপার। হান বিধি হান বজ্র, আমার এ ভগ্নহৃদে তিলেক বাঁচিতে নাই বাসনা আমার প্রস্তরে গঠিত এই, হৃদয়বিহীন ধরা হেথা কত কাল বলো বেঁচে রব আর।