পাখি, তোর সুর ভুলিস নে-- আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা। অরুণ-আলোর করুণ পরশ গাছে গাছে লাগে, কাঁপনে তার তোরই যে সুর জাগে-- তুই ভোরের আলোর মিতা জানিস কি তা। আমার জাগরণের মাঝে রাগিণী তোর মধুর বাজে জানিস কি তা। আমার রাতের স্বপন-তলে প্রভাতী তোর কী যে বলে নবীন প্রাণের গীতা জানিস কি তা॥
I WAS MUSING last night on my spendthrift days, when I thought you spoke to me- In youth's careless career you kept all the doors open in your house. The world went in and out as it pleased-the world with its dust, doubts, and disorder-and with its music. With the wild crowd I came to you again and again unknown and unbidden. Had you kept shut your doors in wise seclusion how could I have found my way into your house?'