নাম তার চিনুলাল হরিরাম মোতিভয়, কিছুতে ঠকায় কেউ এই তার অতি ভয়। সাতানব্বই থেকে তেরোদিন ব'কে ব'কে বারোতে নামিয়ে এনে তবু ভাবে, গেল ঠকে। মনে মনে আঁক কষে, পদে পদে ক্ষতি-ভয়। কষ্টে কেরানি তার টিঁকে আছে কতিপয়।
তোমরা যুগল প্রেমে রচিতেছ যে আশ্রমখানি আমি কবি তার পরে দিনু মোর আশীর্বাদ আনি। মিলন সুন্দর হোক্ সংসারের বাধা হোক্ দূর জীবন-যাত্রার পথ হোক্ শুভ হোক্ অবন্ধুর।