হেমন্ত মুখোপাধ্যায়




All artists...

হায় গো, ব্যথায় (প্রেম)

হায় গো,    ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো--
                             সুর হারালেম অশ্রুধারে॥
              তরী তোমার সাগরনীরে,   আমি ফিরি তীরে তীরে,
                   ঠাঁই হল না তোমার সোনার নায় গো--
                        পথ কোথা পাই অন্ধকারে॥
হায় গো,    নয়ন আমার মরে দুরাশায় গো,
                        চেয়ে থাকি দাঁড়িয়ে দ্বারে।
              যে ঘরে ওই প্রদীপ জ্বলে   তার ঠিকানা কেউ না বলে,
                   বসে থাকি পথের নিরালায় গো
                        চির-রাতের পাথার-পারে॥

See more on this song...

হেমন্ত মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন