অশোকতরু বন্দ্যোপাধ্যায়
ফিরে ফিরে আমায়
-
ভালোবেসে, সখী, নিভৃতে
All artists...
বল্, গোলাপ, মোরে (প্রেম)
বল্, গোলাপ, মোরে বল্,
তুই ফুটিবি, সখী, কবে।
ফুল ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে সুধাহাস,
বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে--
তুই ফুটিবি, সখী কবে॥
প্রাতে পড়েছে, শিশিরকণা, সাঁঝে বহিছে দখিনা বায়,
কাছে ফুলবালা সারি সারি--
দূরে পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়।
বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে,
কচি কিশলয়গুলি রয়েছে নয়ন তুলি--
তারা শুধাইছে মিলি সবে,
তুই ফুটিবি, সখী, কবে॥
See more on this song...