১১০ (jay jay jay he)

                জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়–

                মোহকলুষঘন কর’ ক্ষয়, কর’ ক্ষয়।।

                   অগ্নিপরশ তব কর’ কর’ দান,

                   কর’ নির্মল মম তনুমন প্রাণ–

                বন্ধনশৃঙ্খল নাহি সয়, নাহি সয় ।।

                গূঢ় বিঘ্ন যত কর’ উৎপাটিত ।

                অমৃতদ্বার তব কর’ উদ্‌ঘাটিত ।

                   যাচি যাত্রিদল, হে কর্ণধার,

                   সুপ্তিসাগর কর’ কর’ পার–

                স্বপ্নের সঞ্চয় হোক লয়, হোক লয়।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1929

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.