১১৯ (tomari sebak karo he)

তোমারি সেবক করো হে আজি হতে আমারে।

চিত্ত-মাঝে দিবারাত    আদেশ তব দেহো নাথ,

                   তোমার কর্মে রাখো বিশ্বদুয়ারে ॥

          করো ছিন্ন মোহপাশ    সকল লুব্ধ আশ,

                   লোকভয়, দূর করি দাও দাও।

          রত রাখো কল্যাণে    নীরবে নিরভিমানে,

                   মগ্ন করো আনন্দরসধারে ॥

রাগ: ছায়ানট

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.