১২০ (tumi ebar amay laho he nath)

তুমি        এবার আমায় লহো হে নাথ,লহো।

            এবার তুমি ফিরো না হে--

                    হৃদয়  কেড়ে নিয়ে রহো।

      যে দিন গেছে তোমা বিনা   তারে আর ফিরে চাহি না,

                           যাক সে ধুলাতে।

এখন     তোমার আলোয় জীবন মেলে  যেন  জাগি অহরহ॥

       কী আবেশে কিসের কথায়    ফিরেছি হে যথায় তথায়

                             পথে প্রান্তরে,

এবার     বুকের কাছে ও মুখ রেখে  তোমার   আপন বাণী কহো॥

       কত কলুষ কত ফাঁকি    এখনো যে আছে বাকি

                          মনের গোপনে,

       আমায়      তার লাগি আর ফিরায়ো না,

                           তারে আগুন দিয়ে দহো।

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.