৭১ (bahu juger opar hote)

বহু যুগের ও পার হতে আষাঢ় এল আমার মনে,

কোন্‌ সে কবির ছন্দ বাজে ঝরো ঝরো বরিষনে॥

যে মিলনের মালাগুলি   ধুলায় মিশে হল ধূলি

গন্ধ তারি ভেসে আসে আজি সজল সমীরণে॥

সে দিন এমনি মেঘের ঘটা রেবানদীর তীরে,

এমনি বারি ঝরেছিল শ্যামলশৈলশিরে।

মালবিকা অনিমিখে   চেয়ে ছিল পথের দিকে,

সেই চাহনি এল ভেসে কালো মেঘের ছায়ার সনে॥

রাগ: কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.