১৭৯ (poush toder dak diyechhe)

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে,   আ য় আ য় আয়।

ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে,   মরি   হায়   হায়   হায়॥

          হাওয়ার নেশায় উঠল মেতে   দিগ্‌বধূরা ধানের ক্ষেতে--

রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে,   মরি   হা য়   হা য়   হায়॥

          মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল।

          ঘরেতে আজ কে রবে গো,   খোলো   খোলো দুয়ার খোলো।

          আলোর হাসি উঠল জেগে   ধানের শিষে শিশির লেগে--

ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে,   মরি     হা য়   হা য়   হায়॥

রাগ: বিভাস-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.