রাগ: পরজ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

১৮০ (chhar go tora chhar go)

            ছাড়্‌ গো তোরা ছাড়্‌ গো,

            আমি    চলব সাগর-পার গো॥

    বিদায়-বেলায় একি হাসি,    ধরলি আগমনীর বাঁশি--

    যাবার সুরে আসার সুরে করলি একাকার গো।

সবাই আপন-পানে    আমায়    আবার কেন টানে।

    পুরানো শীত পাতা-ঝরা,    তারে এমন নূতন-করা?

    মাঘ মরিল ফাগুন হয়ে খেয়ে ফুলের মার গো॥

রঙের খেলার ভাই রে,    আমার  সময় হাতে নাই রে।

    তোমাদের ওই সবুজ ফাগে    চক্ষে আমার ধাঁদা লাগে--

আমায় তোদের প্রাণের দাগে    দাগিস নে, ভাই, আর গো॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.