সায়ন্তনী গুপ্ত

মুখপানে চেয়ে দেখি,

মুখপানে চেয়ে দেখি, ভয় হয় মনে--
ফিরেছ কি ফের নাই বুঝিব কেমনে॥
     আসন দিয়েছি পাতি,    মালিকা রেখেছি গাঁথি,
          বিফল হল কি তাহা ভাবি খনে খনে॥
গোধূলিলগনে পাখি ফিরে আসে নীড়ে,
ধানে ভরা তরীখানি ঘাটে এসে ভিড়ে।
     আজো কি খোঁজার শেষে    ফের কি আপন দেশে।
          বিরামবিহীন তৃষা জ্বলে কি নয়নে॥

রাগ : সাহানা

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927

রচনাস্থান :

স্বরলিপিকার: 1927

সায়ন্তনী গুপ্ত - অন্যান্য নিবেদন