২ জুলাই, ১৯৩৬


 

চিঠিপত্র (chithipotro 12)

শ্রীদিলীপকুমার রায়কে লিখিত - ৮


বাংলায় প্রাক্‌হসন্ত স্বর দীর্ঘায়িত হয় এ কথা বলেছি। জল এবং জলা, এই দুটো শব্দের মাত্রাসংখ্যা সমান নয়। এই জন্যেই "টুমুস্‌ টুমুস্‌ বাদ্যি বাজে' পদটাকে ত্রৈমাত্রিক বলেছি। টু-মু দুই সিলেব্‌ল্‌, পরবর্তী হসন্ত স্‌-ও এক সিলেব্‌ল্‌এর মাত্রা নিয়েছে পূর্ববর্তী উ স্বরকে সহজেই দীর্ঘ ক'রে। "টুমু টুমু বাজা বাজে' এবং "টুমুস্‌ টুমুস্‌ বাদ্যি বাজে' এক ছন্দ নয়। "রণিয়া রণিয়া বাজিছে বাজনা' এবং "টুমুস্‌ টুমুস্‌ বাদ্যি বাজে' এক ওজনের ছন্দ। দুটোই ত্রৈমাত্রিক। আমি প্রচলিত ছড়ার দৃষ্টান্তও দেখিয়েছি।

 

  •  
  •  
  •  
  •  
  •