রাগ: বাহার

তাল: খেমটা-তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী

৩ (ajke tabe sobai mile)

              আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ,

                     এ সব আনতে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ-যাগ।

            কাজের বেলায় উনি কোথা যে ভাগেন,

                     ভাগের বেলায় আসেন আগে (আরে দাদা)।

              এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কী হাসি-তামাশা।

                     এখনি মুণ্ড করিব খণ্ড খবরদার রে খবরদার।

            হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার!

                      আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।

            এমনি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ,

                      তলোয়ারে মরিচা, মুখেতেই রাগ।

              আর যে এ-সব সহে না প্রাণে,

                      নাহি কি তোদের প্রাণের মায়া?

                      দারুণ রাগে কাঁপিছে অঙ্গ।

                      কোথা রে লাঠি কোথা রে ঢাল?

                  হাঃ হাঃ,ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার।

                      আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.