রাগ: ভীমপলশ্রী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১২৩ (hay hay hay)

                   হায় হায় হায়   দিন চলি যায়।

              চা-স্পৃহ চঞ্চল   চাতকদল চল'   চল' চল' হে॥

     টগ'বগ'-উচ্ছল   কাথলিতল-জল   কল'কল'হে।

এল     চীনগগন হতে   পূর্বপবনস্রোতে   শ্যামলরসধরপুঞ্জ॥

শ্রাবণবাসরে   রস ঝর'ঝর' ঝরে,   ভুঞ্জ হে ভুঞ্জ   দলবল হে।

এস'     পুঁথিপরিচারক   তদ্ধিতকারক   তারক তুমি কাণ্ডারী।

এস'     গণিতধুরন্ধর   কাব্যপুরন্দর   ভূবিবরণভাণ্ডারী।

এস'     বিশ্বভারনত   শুষ্করুটিনপথ-   মরু-পরিচারণক্লান্ত।

এস'     হিসাবপত্তরত্রস্ত   তহবিল-মিল-ভুল-গ্রস্ত   লোচনপ্রান্ত-   ছল'ছল' হে।

এস'     গীতিবীথিচর   তম্বুরকরধর   তানতালতলমগ্ন।

এস'     চিত্রী চট'পট'   ফেলি তুলিকপট   রেখাবর্ণবিলগ্ন।

এস'     কন্‌স্‌টিট্যুশন-   নিয়মবিভূষণ   তর্কে অপরিশ্রান্ত।

এস'     কমিটিপলাতক   বিধানঘাতক   এস' দিগভ্রান্ত   টল'মল' হে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.