আগে চল্, আগে চল্ ভাই! পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে, বেঁচে মরে কিবা ফল ভাই! আগে চল্, আগে চল্ ভাই ॥ প্রতি নিমেষেই যেতেছে সময়, দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়-- 'সময় সময়' ক'রে পাঁজি পুঁথি ধ'রে সময় কোথা পাবি বল্ ভাই! আগে চল্, আগে চল্ ভাই ॥ পিছায়ে যে আছে তারে ডেকে নাও নিয়ে যাও সাথে করে-- কেহ নাহি আসে, একা চলে যাও মহত্ত্বের পথ ধরে। পিছু হতে ডাকে মায়ার কাঁদন, ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন-- সাধিতে হইবে প্রাণের সাধন, মিছে নয়নের জল ভাই! আগে চল্, আগে চল্ ভাই ॥ চিরদিন আছি ভিখারির বেশে জগতের পথপাশে-- যারা চলে যায় কৃপাচোখে চায়, পদধুলা উড়ে আসে। ধুলিশয্যা ছেড়ে ওঠো ওঠো সবে মনিবের সাথে যোগ দিতে হবে-- তা যদি না পারো চেয়ে দেখো তবে ওই আছে রসাতল ভাই! আগে চল্, আগে চল্ ভাই ॥
সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। সবারে ডাকিয়া কহিব যে দিন পাব তব পদরেণুকণা ॥ তব আহ্বান আসিবে যখন সে কথা কেমনে করিব গোপন! সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা ॥ যত মান আমি পেয়েছি যে কাজে সে দিন সকলই যাবে দূরে, শুধু তব মান দেহে মনে মোর বাজিয়া উঠিবে এক সুরে। পথের পথিক সেও দেখে যাবে তোমার বারতা মোর মুখভাবে ভবসংসারবাতায়নতলে ব'সে রব যবে আনমনা ॥
ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কী তোমার চাই। ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান গাই'॥ প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে ভিখারি আমার ভিখারি, হায় পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই॥ আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস। আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ। হেরো মম প্রাণ মন যৌবন নব করপুটতলে পড়ে আছে তব-- ভিখারি আমার ভিখারি, হায় আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই॥