আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে! সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে ॥ গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়। ছেলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল এঁকে। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলে মুখে ॥ সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে। সে যে ওই বিদীর্ণ বীর-হৃদয় হতে বহিল মরণরূপী জীবনস্রোতে। সে যে ওই ভাঙাগড়ার তালে তালে নেচে যায় দেশে দেশে কালে কালে ॥
পাগলা হাওয়ার বাদল-দিনে পাগল আমার মন জেগে ওঠে॥ চেনাশোনার কোন্ বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যায় ছুটে॥ ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না, যাবে না-- দেয়াল যত সব গেল টুটে॥ বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্ বলরামের আমি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে-- যত মাতাল জুটে। যা না চাইবার তাই আজি চাই গো, যা না পাইবার তাই কোথা পাই গো। পাব না, পাব না, মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥