৩৭ (sakali phuralo swapan pray)
সকলি ফুরাল, স্বপনপ্রায়,
কোথা সে লুকাল, কোথা সে হায়!
কুসুমকানন হয়েছে ম্লান,
পাখীরা কেন রে গাহে না গান,
ও! সব হেরি শূন্যময়,
কোথা সে হায়!
কাহার তরে আর ফুটিবে ফুল,
মাধবী মালতী কেঁদে আকুল,
সেই যে আসিত তুলিতে জল,
সেই যে আসিত পাড়িতে ফল,
ও! সে আর আসিবে না,
কোথা সে হায়!
রাগ: বিলাতি ভাঙা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: ইন্দিরা দেবী