- বেলা যে চলে যায়
- ও ভাই, দেখে যা, কত ফুল তুলেছি
- ও দেখবি রে ভাই, আয় রে ছুটে
- কাল সকালে উঠবো মোরা
- সমুখেতে বহিছে তটিনী
- ফুলে ফুলে ঢ'লে ঢ'লে
- নেহারো লো সহচরী
- জল এনে দে রে বাছা
- না না কাজ নাই, যেও না বাছা
- আমা-তরে অকারণে
- সঘন ঘন ছাইল
- ঝম ঝম ঘন ঘন
- আয় লো সজনী, সবে মিলে
- কী ঘোর নিশীথ
- মানা না মানিলি
- বনে বনে সবে মিলে
- জয়তি জয় জয় রাজন
- গহনে গহনে যে রে তোরা
- চল চল ভাই, ত্বরা করে মোরা
- ঠাকুরমশয়, দেরি না সয়
- আঃ বেঁচেছি এখন
- এনেছি মোরা, এনেছি মোরা, রাশি-রাশি শিকার
- কে এলো আজি এ ঘোর নিশীথে
- না জানি কোথা এলুম
- কী করিনু হায়
- কী দোষ করেছি তোমার
- আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে
- বলো বলো পিতা, কোথা সে গিয়েছে
- কে জানে কোথা সে
- এতক্ষণে বুঝি এলি রে
- অজ্ঞানে করো হে ক্ষমা তাত
- কী বলিলে, কী শুনিলাম
- ক্ষমা করো মোরে তাত
- আহা, কেমনে বধিল তোরে
- শোকতাপ গেলো দূরে
- যাও রে অনন্তধামে
- সকলি ফুরালো স্বপন-প্রায়