১৩০ (ei to bhora halo phule)

           এই তো ভরা হল ফুলে ফুলে   ফুলের ডালা।

                ভরা হল– কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা।

           চম্পা চামেলি সেঁউতি বেলি

                 দেখে যা সাজি আজি রেখেছি মেলি–

                       নবমালতীগন্ধ-ঢালা।।

                বনের মাধুরী হরণ করো   তরুণ আপন দেহে।

       নববধূ, মিলনশুভলগন-রাত্রে    লও গো বাসরগেহে–

                 উপবনের সৌরভভাষা,

                         রসতৃষিত মধুপের আশা।

                   রাত্রিজাগর রজনীগন্ধা–

            করবী রূপসীর অলকানন্দা–

       গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া    রচিবে মিলনের পালা।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.