ওঠো ওঠো রে-- বিফলে প্রভাত বহে যায় যে। মেলো আঁখি, জাগো জাগো, থেকো না রে অচেতন ॥ সকলেই তাঁর কাজে ধাইল জগতমাঝে, জাগিল প্রভাতবায়ু, ভানু ধাইল আকাশপথে ॥ একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু-- একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে। শুন সে আহ্বানবাণী, চাহো সেই মুখপানে-- তাঁহার আশিস লয়ে চলো রে যাই সবে তাঁর কাজে ॥
সেই ভালো মা, সেই ভালো। থাক্ তোর মন্ত্র, থাক্ তোর-- আর কাজ নাই, কাজ নাই ,কাজ নাই। না না না, পড়্ মন্ত্র তুই, পড়্ তোর মন্ত্র-- পথ তো আর নেই বাকি! আসবে সে, আসবে সে, আসবে, আমার জীবনমৃত্যু-সীমানায় আসবে। নিবিড় রাত্রে এসে পৌঁছবে পান্থ, বুকের জ্বালা দিয়ে আমি জ্বালিয়ে দিব দীপখানি-- সে আসবে।