রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে॥ আলোয় যারে মলিনমুখে মৌন দেখি আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি-- বরণমালা কে যে দোলায় তাহার কেশে॥ দিনের বীণায় যে ক্ষীণ তারে ছিল হেলা ঝঙ্কারিয়া ওঠে যে তাই রাতের বেলা। তন্দ্রাহারা অন্ধকারের বিপুল গানে মন্দ্রি ওঠে সারা আকাশ কী আহ্বানে-- তারার আলোয় কে চেয়ে রয় নির্নিমেষে॥
যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম॥ কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে-- সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম॥ এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধ'রে। ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে। সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে-- গভীর সুরে "চাই নে' "চাই নে' বাজে অবিশ্রাম॥