ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী ।
হাসি খেলি রে মনের সুখে,
ও কেন সাথে ফেরে আঁধার-মুখে
দিনরজনী ।।
রাগ: পিলু
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1883