১৫৪ (besur baje re ar kotha)

                   বেসুর বাজে রে,

আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে ॥

মেলে না সুর এই প্রভাতে   আনন্দিত আলোর সাথে,

সবারে সে আড়াল করে, মরি লাজে রে ॥

          ওরে   থামা রে ঝঙ্কার।

নীরব হয়ে দেখ্‌ রে চেয়ে, দেখ্‌ রে চারি ধার।

তোরই হৃদয় ফুটে আছে   মধুর হয়ে ফুলের গাছে,

নদীর ধারা ছুটেছে ওই তোরই কাজে রে ॥

রাগ: ভৈরবী-রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ফাল্গুন, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.