৩১৮ (gaye amar pulak lage)

  গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর--

  হৃদয় মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর?।

আজিকে এই আকাশতলে   জলে স্থলে ফুলে ফলে

  কেমন ক'রে মনোহরণ, ছড়ালে মন মোর?।

  কেমন খেলা হল আমার আজি তোমার সনে!

  পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে।

আনন্দ আজ কিসের ছলে    কাঁদিতে চায় নয়নজলে,

  বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর॥

রাগ: কাফি-খাম্বাজ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আশ্বিন, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.