রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৬১৪ (jete jadi hay tabe)

              যেতে যদি হয় হবে--

              যাব, যাব, যাব তবে ॥

লেগেছিল কত ভালো   এই-যে আঁধার আলো--

     খেলা করে সাদা কালো উদার নভে।

গেল দিন ধরা-মাঝে   কত ভাবে, কত কাজে,

     সুখে দুখে কভু লাজে, কভু গরবে ॥

          প্রাণপণে কত দিন   শুধেছি কঠিন ঋণ,

              কখনো বা উদাসীন ভুলেছি সবে।

কভু ক'রে গেনু খেলা,   স্রোতে ভাসাইনু ভেলা,

     আনমনে কত বেলা কাটানু ভবে ॥

          জীবন হয় নি ফাঁকি,   ফলে ফুলে ছিল ঢাকি,

              যদি কিছু রহে বাকি কে তাহা লবে!

দেওয়া-নেওয়া যাবে চুকে, বোঝা-খসে-যাওয়া বুকে

     যাব চলে হাসিমুখে-- যাব নীরবে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.