৫১৫ (sakal garba dur kari diba)

সকল গর্ব দূর করি দিব,

          তোমার গর্ব ছাড়িব না।

সবারে ডাকিয়া কহিব যে দিন

          পাব তব পদরেণুকণা ॥

তব আহ্বান আসিবে যখন

          সে কথা কেমনে করিব গোপন!

সকল বাক্যে সকল কর্মে

          প্রকাশিবে তব আরাধনা ॥

যত মান আমি পেয়েছি যে কাজে

          সে দিন সকলই যাবে দূরে,

শুধু তব মান দেহে মনে মোর

          বাজিয়া উঠিবে এক সুরে।

পথের পথিক সেও দেখে যাবে

তোমার বারতা মোর মুখভাবে

ভবসংসারবাতায়নতলে

          ব'সে রব যবে আনমনা ॥

রাগ: আড়ানা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.