ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ-- এখন তবে আজ্ঞা করো, বিদায় হবে দাস। জীবনের এই বাসরবাতি পোহায় বুঝি, নেবে বাতি-- বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস। এখন থেমে গেল বাঁশি, শুকিয়ে এল পুষ্পরাশি, উঠল তোমার অট্টহাসি কাঁপায়ে আকাশ। ছিলেন যাঁরা আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে, আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস॥
আমার কণ্ঠ তাঁরে ডাকে, তখন হৃদয় কোথায় থাকে ॥ যখন হৃদয় আসে ফিরে আপন নীরব নীড়ে আমার জীবন তখন কোন্ গহনে বেড়ায় কিসের পাকে ॥ যখন মোহ আমায় ডাকে তখন লজ্জা কোথায় থাকে! যখন আনেন তমোহারী আলোক-তরবারি তখন পরান আমার কোন্ কোণে যে লজ্জাতে মুখ ঢাকে ॥
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে॥ চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে-- তাদের আমি চাব, তারা আমায় চাবে॥ জীবন আমার পলে পলে এমনি ভাবে দুঃখসুখের রঙে রঙে রঙিয়ে যাবে॥ রঙের খেলার সেই সভাতে খেলে যে জন সবার সাথে তারে আমি চাব, সেও আমায় চাবে॥