তোমার বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে। তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো, তুমিই সর্বনেশে॥ 'আমার বাস কোথা-যে জান নাকি, শুধাতে হয় সে কথা কি, ও মাধবী, ও মালতী!' হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে, মোদের বলে দেবে কে সে। মনে করি, আমার তুমি, বুঝি নও আমার। বলো বলো, বলো পথিক, বলো তুমি কার। 'আমি তারি যে আমারে যেমনি দেখে চিনতে পারে, ও মাধবী, ও মালতী!' হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে, মোদের বলে দেবে কে সে॥
এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হল আঁধার পার?। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা-- কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা? বহু যুগের উপহারে বরণ করি নিল কারে, কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার?।