শুক্নো পাতা কে যে ছড়ায় ওই দূরে উদাস-করা কোন্ সুরে॥ ঘরছাড়া ওই কে বৈরাগী জানি না যে কাহার লাগি ক্ষণে ক্ষণে শূন্য বনে যায় ঘুরে॥ চিনি চিনি হেন ওরে হয় মনে, ফিরে ফিরে যেন দেখা ওর সনে। ছদ্মবেশে কেন খেলো, জীর্ণ এ বাস ফেলো ফেলো-- প্রকাশ করো চিরনূতন বন্ধুরে॥
প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর-- তুমি দেহো মোরে কথা, তুমি দেহো মোরে সুর-- তুমি যদি থাক মনে বিকচ কমলাসনে, তুমি যদি কর প্রাণ তব প্রেমে পরিপূর, প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর ॥ তুমি শোন যদি গান আমার সমুখে থাকি, সুধা যদি করে দান তোমার উদার আঁখি, তুমি যদি দুখ'পরে রাখ কর স্নেহভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করহ দূর, প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর ॥
শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে ॥ সাঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি-ঢালা, বরফ-জমা সারা হলে নদী হয়ে গলবে ॥ ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে ॥