৬২ (prabhu khelechhi onek khela)

        প্রভু, খেলেছি অনেক খেলা– এবে তোমার ক্রোড় চাহি।

               শ্রান্ত হৃদয়ে, হে, তোমারি প্রসাদ চাহি।।

          আজি চিন্তাতপ্ত প্রাণে  তব শান্তিবারি চাহি।। 

            আজি সর্ববিত্ত ছাড়ি  তোমায় নিত্য-নিত্য চাহি।।

রাগ: দেশ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1305

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.