১৯৫ (ananter bani tumi )
অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উৎসবে
আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে॥
বঞ্জুলনিকুঞ্জতলে সঞ্চরিবে লীলাচ্ছলে,
চঞ্চল অঞ্চলগন্ধে বনচ্ছায়া রোমাঞ্চিত হবে॥
মন্থর মঞ্জুল ছন্দে মঞ্জীরের গুঞ্জনকল্লোল
আন্দোলিবে ক্ষণে ক্ষণে অরণ্যের হৃদয়হিন্দোল।
নয়নপল্লবে হাসি হিল্লোলি উঠিবে ভাসি,
মিলনমল্লিকামাল্য পরাইবে পরানবল্লভে॥
রাগ: পরজ-বসন্ত
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ফাল্গুন, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৩ ফেব্রুয়ারি, ১৯২৬
রচনাস্থান: আগরতলা
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার