১২ (eso eso he trishnar jol)

এসো এসো হে তৃষ্ণার জল,   কলকল্‌ ছলছল্‌--

ভেদ করো কঠিনের ক্রূর বক্ষতল   কলকল্‌ ছলছল্‌॥

     এসো এসো উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে

     এসো হে নির্মল   কলকল্‌ ছলছল্‌॥

রবিকর রহে তব প্রতীক্ষায়।

তুমি যে খেলার সাথি, সে তোমারে চায়।

     তাহারি সোনার তান   তোমাতে জাগায় গান,

     এসো হে উজ্জ্বল, কলকল্‌ ছলছল্‌॥

হাঁকিছে অশান্ত বায়,

'আয়, আয়, আয়।'   সে তোমায় খুঁজে যায়।

     তাহার মৃদঙ্গরবে   করতালি দিতে হবে,

     এসো হে চঞ্চল, কলকল্‌ ছলছল্‌॥

মরুদৈত্য কোন্‌ মায়াবলে

তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে।

     ভেঙে ফেলে দিয়ে কারা   এসো বন্ধহীন ধারা,

     এসো হে প্রবল,   কলকল্‌ ছলছল্‌॥

রাগ: মিশ্র ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ বৈশাখ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ এপ্রিল, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.