২৭৯ (nibir antarataro basanto)

নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে।

জগতজনহৃদয়ধন, চাহি তব পানে॥

হরষরস বরষি যত তৃষিত ফুলপাতে

কুঞ্জকাননপবন পরশ তব আনে।|

মুগ্ধ কোকিল মুখর রাত্রি দিন যাপে,

মর্মরিত পল্লবিত সকল বন কাঁপে।

দশ দিশি সুরম্য সুন্দর মধুর হেরি,

দুঃখ হল দূর সব-দৈন্য-অবসানে॥

রাগ: বাহার

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1313

রচনাকাল (খৃষ্টাব্দ): 1906

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.