৫৯ (ore jhor neme ay)

ওরে    ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে,

        এই বরষায় নবশ্যামের আগমনের কালে॥

        যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দহারা,

        চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা--

        যাবার যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে॥

        আসন আমার পাততে হবে রিক্ত প্রাণের ঘরে,

        নবীন বসন পরতে হবে সিক্ত বুকের 'পরে।

        নদীর জলে বান ডেকেছে কূল গেল তার ভেসে,

        যূথীবনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে--

        পরান আমার জাগল বুঝি মরণ-অন্তরালে॥

রাগ: বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ শ্রাবণ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ জুলাই, ১৯২৯

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.