২৬০ (diner pare din je gelo)

          দিনের পরে দিন-যে গেল আঁধার ঘরে,

তোমার আসনখানি দেখে মন-যে কেমন করে।

          ওগো বঁধু, ফুলের সাজি    মঞ্জরীতে ভরল আজি--

          ব্যথার হারে গাঁথব তারে, রাখব চরণ-'পরে॥

পায়ের ধ্বনি গণি গণি    রাতের তারা জাগে।

উত্তরীয়ের হাওয়া এসে    ফুলের বনে লাগে।

     ফাগুনবেলার বুকের মাঝে    পথ-চাওয়া সুর কেঁদে বাজে--

     প্রাণের কথা ভাষা হারায় চোখের জলে ঝরে॥

রাগ: কালাংড়া-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ভাদ্র, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ অগাস্ট, ১৯২৯

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.