২৬১ (na chahile jare paoya jay)

     না চাহিলে যারে পাওয়া যায়, তেয়াগিলে আসে হাতে,

     দিবসে সে ধন হারায়েছি আমি-- পেয়েছি আঁধার রাতে॥

না দেখিবে তারে, পরশিবে না গো,   তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো--

     তারায় তারায় রবে তারি বাণী,   কুসুমে ফুটিবে প্রাতে॥

          তারি লাগি যত ফেলেছি অশ্রুজল

          বীণাবাদিনীর শতদলদলে   করিছে সে টলোমল।

মোর গানে গানে পলকে পলকে   ঝলসি উঠিছে ঝলকে ঝলকে,

     শান্ত হাসির করুণ আলোকে   ভাতিছে নয়নপাতে॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৪০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.