৩৫ (ogo kangal amare kangal)

ওগো    কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কী তোমার চাই।

ওগো    ভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান গাই'॥

প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে

                        ভিখারি আমার ভিখারি,

হায়     পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই॥

আমি    আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস।

আমি    আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ।

হেরো   মম প্রাণ মন যৌবন নব    করপুটতলে পড়ে আছে তব--

                       ভিখারি আমার ভিখারি,

হায়     আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই॥

রাগ: ভৈরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: পতিসর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.