আমার পথে পথে পাথর ছড়ানো। তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥ আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে-- তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥ তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে-- এমন করে গায়ে প'ড়ে সাগর-তরানো। ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে-- তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু, আমি ক্ষুদ্র অশ্রুবিন্দু তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি, তার পরে সব নীরব শান্তিরাশি– তার পরে শুধু বিষ্মৃতি আর ক্ষমা– শুধাব না আর কখন্ আসিবে অমা, কখন্ গগনে উদিবে পূর্ণ ইন্দু।।