রানী, তোর ঠোঁট দুটি মিঠি (rani tor thot duti)

রানী, তোর ঠোঁট দুটি মিঠি

রানী, তোর মধুখানা দিঠি

রানী, তুই মণি তুই ধন,

তোর কথা ভাবি সারাক্ষণ।

দীর্ঘ সন্ধ্যা কাটে কী করিয়া?

সাধ যায় তোর কাছে গিয়া

চুপিচাপি বসি এক ভিতে

ছোটোছোটো সেই ঘরটিতে।

ছোটো হাতখানি হাতে করে

অধরেতে রেখে দিই ধরে।

ভিজাই ফেলিয়া আঁখিজল

ছোট সে কোমল করতল।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.