© Kriya Unlimited, 2010 - 2023
শান্তিনিকেতন, ১৫. ১১. ৪৫
মিলন-যাত্রায় তব পরিপূর্ণ প্রেমের পাথেয়
থাকুক অক্ষয় হয়ে, নির্ভয় বিশ্বাসে তুমি যেয়ো
কল্যাণের পুণ্যপথে অম্লান নূতন প্রাণলোকে--
আপন সংসারখানি সৃষ্টি করো আনন্দ-আলোকে।