হে অশেষ, তব হাতে শেষ ধরে কী অপূর্ব বেশ, কী মহিমা। জ্যোতির্হীন সীমা মৃত্যুর অগ্নিতে জ্বলি যায় গলি, গড়ে তোলে অসীমের অলংকার। হয় সে অমৃতপাত্র, সীমার ফুরালে অহংকার। শেষের দীপালিরাত্রে,হে অশেষ, অমা-অন্ধকার-রন্ধ্রে দেখা যায় তোমার উদ্দেশ। ভোরের বাতাসে শেফালি ঝরিয়া পড়ে ঘাসে, তারাহারা রাত্রির বীণার চরম ঝংকার। যামিনীর তন্দ্রাহীন দীর্ঘ পথ ঘুরি প্রভাত-আকাশে চন্দ্র, করুণ মাধুরী শেষ করে যায় তার উদয়সূর্যের পানে শান্ত নমস্কার। যখন কর্মের দিন ম্লান ক্ষীণ গোষ্ঠ-চলা ধেনুসম সন্ধ্যার সমীরে চলে ধীরে আঁধারের তীরে -- তখন সোনার পাত্র হতে কী অজস্র স্রোতে তাহারে করাও স্নান অন্তিমের সৌন্দর্যধারায়। যখন বর্ষার মেঘ নিঃশেষে হারায় বর্ষণের সকল সম্বল, শরতে শিশুর জন্ম দাও তারে শুভ্র সমুজ্জল। হে অশেষ, তোমার অঙ্গনে ভারমুক্ত তার সাথে ক্ষণে ক্ষণে খেলায় রঙের খেলা, ভাসায়ে আলোর ভেলা, বিচিত্র করিয়া তোল তার শেষ বেলা। ক্লান্ত আমি তারি লাগি, অন্তর তৃষিত -- কত দূরে আছে সেই খেলাভরা মুক্তির অমৃত। বধূ যথা গোধূলিতে শেষ ঘট ভরে বেণুচ্ছায়াঘন পথে অন্ধকারে ফিরে যায় ঘরে, সেই মতো, হে সুন্দর, মোর অবসান তোমার মাধুরী হতে সুধাস্রোতে ভরে নিতে চায় তার দিনান্তের গান। হে ভীষণ, তব স্পর্শঘাত অকস্মাৎ মোর গূঢ় চিত্ত হতে কবে চরম বেদনা-উৎস মুক্ত করি অগ্নিমহোৎসবে অপূর্ণের যত দুঃখ যত অসম্মান উচ্ছ্বসিত রুদ্র হাস্যে করি দিবে শেষ দীপ্যমান।
MEN BEGIN TO gather from all quarters, from across the, seas, the mountains and pathless wastes, They come from the valley of the Nile and the banks of the Ganges, from the snow-sunk uplands of Thibet, from high-walled cities of glittering towers, from the dense dark- tangle of savage wilderness. Some walk, some ride on camels, horses and elephants, on chariots with banners vieing with the clouds of dawn, The priests of all creeds burn incense, chanting verses as they go. The monarchs march at the head of their armies, lances flashing in the sun and drums beating loud. Ragged beggars and courtiers pompously decorated, agile young scholars and teachers burdened with learned age jostle each other in the crowd. Women come chatting and laughing, mothers, maidens and brides, with offerings of flowers and fruit, sandal paste and scented water. Mingled with them is the harlot, shrill of voice and loud in tint and tinsel. The gossip is there who secretly poisons the well of human sympathy and chuckles. The maimed and the cripple join the throng with the blind and the sick, the dissolute, the thief and the man who makes a trade of his God for profit and mimics the saint. 'The fulfilment!' They dare not talk aloud, but in their minds they magnify their own greed, and dream of boundless power, of unlimited impunity for pilfering and plunder, and eternity of feast for their unclean gluttonous flesh.